২০১৮ শিক্ষাবর্ষে মাত্র ১৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাকার্যক্রম শুরু হয়। খুব অল্প সময়ের ব্যবধানে প্রতিষ্ঠানটি অত্র এলাকায় সুনামের সাথে পরিচিতি লাভ করে। আলহামদুলিল্লাহ! বর্তমানে ২০২৪ শিক্ষাবর্ষে আমাদের মাদরাসার ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬৫০ জন । এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের উপযুক্ত ক্লাস রুম ও মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থাপনা করা এখন পর্যন্ত সম্ভব হয়নি । তাই ভাড়ায় চালিত টিনসেড ঘরে খুব শোচনীয় অবস্থায় পরিচালনা করতে হচ্ছে এবং ভাড়ায় চালিত তিনটি ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী আবাসিক থেকে লেখা-পড়া করছে ।
আরবী ও জেনারেল উভয় ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারী মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। বর্তমানে আমাদের মাদরাসায় ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৬ জন কর্মচারী রয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কয়েকজন মাদানী আলেমদের মাধ্যমে পাঠদান করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ!
সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ইয়াতিম ছাত্র-ছাত্রীদের যাবতীয় খরচ বহন করে আসছে । বর্তমানে মাদরাসায় মোট ২৬ জন ইয়াতিম রয়েছে । যাদের থাকা-খাওয়াসহ শিক্ষার যাবতীয় খরচ মাদরাসা থেকে বহন করা হয় । এছাড়াও ১৫০ জন গরীব ও অসহায় শিক্ষার্থী অর্ধেক বেতনে লেখা-পড়া করছে ।
বালক | বালিকা | ||||
---|---|---|---|---|---|
কিতাব বিভাগ | হিফজ বিভাগ | কিতাব বিভাগ | |||
মক্তব-ছানাবিয়াহ | নূরানী | হিফজ | মক্তব-ছানাবিয়াহ |