#

ছাত্র-ছাত্রীর সংখ‌্যা

২০১৮ শিক্ষাবর্ষে মাত্র ১৫০ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষাকার্যক্রম শুরু হয়। খুব অল্প সময়ের ব‌্যবধানে প্রতিষ্ঠানটি অত্র এলাকায় সুনামের সাথে পরিচিতি লাভ করে। আলহামদুলিল্লাহ! বর্তমানে ২০২৪ শিক্ষাবর্ষে আমাদের মাদরাসার ছাত্র-ছাত্রীর সংখ‌্যা ৬৫০ জন । এই বিপুল সংখ‌্যক ছাত্র-ছাত্রীদের উপযুক্ত ক্লাস রুম ও মনোরম পরিবেশে আবাসিক ব‌্যবস্থাপনা করা এখন পর্যন্ত সম্ভব হয়নি । তাই ভাড়ায় চালিত টিনসেড ঘরে খুব শোচনীয় অবস্থায় পরিচালনা করতে হচ্ছে এবং ভাড়ায় চালিত তিনটি ভবনে প্রায় ২৫০ জন শিক্ষার্থী আবাসিক থেকে লেখা-পড়া করছে ।

#

শিক্ষক ও কর্মচারী

আরবী ও জেনারেল উভয় ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারী মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করানো হয়। বর্তমানে আমাদের মাদরাসায় ৩৮ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৬ জন কর্মচারী রয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ‌্যে মদীনা ইসলামী বিশ্ববিদ‌্যালয় থেকে কয়েকজন মাদানী আলেমদের মাধ‌্যমে পাঠদান করানো হচ্ছে। আলহামদুলিল্লাহ!

#

২০২৪ শিক্ষাবর্ষে ইয়াতিম ও গরিব ছাত্র-ছাত্রীর সংখ্যা

সূচনালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ইয়াতিম ছাত্র-ছাত্রীদের যাবতীয় খরচ বহন করে আসছে । বর্তমানে মাদরাসায় মোট ২৬ জন ইয়াতিম রয়েছে । যাদের থাকা-খাওয়াসহ শিক্ষার যাবতীয় খরচ মাদরাসা থেকে বহন করা হয় । এছাড়াও ১৫০ জন গরীব ও অসহায় শিক্ষার্থী অর্ধেক বেতনে লেখা-পড়া করছে ।


আমাদের বিভাগসমূহ

বালক বালিকা
কিতাব বিভাগ হিফজ বিভাগ কিতাব বিভাগ
মক্তব-ছানাবিয়াহ নূরানী হিফজ মক্তব-ছানাবিয়াহ

❖ কিতাব বিভাগ পর্যায়ক্রমে সানুবিয়া ও কুল্লিয়া তথা দাওরা হাদীছ পর্যন্ত ক্লাস চালু হবে। ইনশা-আল্লাহ ।

আবাসিক ছাত্র-ছাত্রীদের সাথে যোগাযোগ করতে-

বালক শাখা

+8801777187286

বালিকা শাখা

+8801766745669

হিফজ শাখা

+8801766884819

NetJet Labs

Created and developed by NetJet Labs